
কিন্তু সেখানে থাকিয়া যদি তোমরা আপন ঈশ্বর সদাপ্রভুর অন্বেষণ কর, তবে তাঁহার উদ্দেশ পাইবে; সমস্ত হৃদয়ের সহিত ও সমস্ত প্রাণের সহিত তাঁহার অন্বেষণ করিলেই পাইবে।
আজকের জন্য বাইবেল পদ
মুখ দ্বারা পাষণ্ড আপন প্রতিবাসীকে নষ্ট করে;কিন্তু জ্ঞান দ্বারা ধার্মিকগণ উদ্ধার পায়।