
কেননা যদি আমরা জীবিত থাকি, তবে প্রভুরই উদ্দেশে জীবিত থাকি; এবং যদি মরি, তবে প্রভুরই উদ্দেশে মরি। অতএব আমরা জীবিত থাকি বা মরি, আমরা প্রভুরই।
আজকের জন্য বাইবেল পদ
আমি শান্তিতে শয়ন করিব, নিদ্রাও যাইব;কেননা, হে সদাপ্রভু, তুমিই একাকী
আমাকে নির্ভয়ে বাস করিতে দিতেছ।