
দেখ, তিনি ‘‘মেঘ সহকারে আসিতেছেন,” আর প্রত্যেক চক্ষু তাঁহাকে দেখিবে, এবং ‘‘যাহারা তাঁহাকে বিদ্ধ করিয়াছিল, তাহারাও দেখিবে;” আর পৃথিবীর ‘‘সমস্ত বংশ তাঁহার জন্য বিলাপ” করিবে। হাঁ, আমেন।
আজকের জন্য বাইবেল পদ
সদাপ্রভুর ভয় প্রজ্ঞার আরম্ভ;যে কেহ তদনুযায়ী কর্ম করে, সে সদ্বুদ্ধি পায়;
তাঁহার প্রশংসা নিত্যস্থায়ী।





