
সঙ্কটে আমি সদাপ্রভুকে ডাকিলাম,
আমার ঈশ্বরের উদ্দেশে আর্তনাদ করিলাম;
তিনি নিজ মন্দির হইতে আমার রব শুনিলেন,
তাঁহার সম্মুখে আমার আর্তনাদ তাঁহার কর্ণে প্রবেশ করিল।
আমার ঈশ্বরের উদ্দেশে আর্তনাদ করিলাম;
তিনি নিজ মন্দির হইতে আমার রব শুনিলেন,
তাঁহার সম্মুখে আমার আর্তনাদ তাঁহার কর্ণে প্রবেশ করিল।
আজকের জন্য বাইবেল পদ
ঈশ্বর আপন দাসকে উৎপন্ন করিয়া প্রথমে তোমাদেরই নিকটে তাঁহাকে প্রেরণ করিলেন, যেন তিনি তোমাদের অধর্ম সকল হইতে তোমাদের প্রত্যেক জনকে ফিরাইয়া তদ্দ্বারা তোমাদিগকে আশীর্বাদ করেন।র্যানড্ম বাইবেল পদ
আমার আন্তরিক ভাবনার বৃদ্ধিকালেতোমার দত্ত সান্ত্বনা আমার প্রাণকে আহ্লাদিত করে।পরবর্তী পদ !ছবি সহ





