অতএব, হে ভ্রাতৃগণ, তোমরা জানিও, এই ব্যক্তির দ্বারা পাপের মোচন তোমাদিগকে জ্ঞাত করা যাইতেছে; আর মোশির ব্যবস্থাতে তোমরা যে সকল বিষয়ে ধার্মিক গণিত হইতে পারিতে না, যে কেহ বিশ্বাস করে, সে সেই সকল বিষয়ে এই ব্যক্তিতেই ধার্মিক গণিত হয়।

আজকের জন্য বাইবেল পদ
যে শাসন ভালবাসে, সে জ্ঞান ভালবাসে;কিন্তু যে অনুযোগ ঘৃণা করে, সে পশুবৎ!
র্যানড্ম বাইবেল পদ
হে আমার প্রাণ, কেন অবসন্ন হও?আমার অন্তরে কেন ক্ষুব্ধ হও?
ঈশ্বরের অপেক্ষা কর;
কেননা আমি আবার তাঁহার স্তব করিব;
তিনি আমার মুখের পরিত্রাণ ও আমার ঈশ্বর।পরবর্তী পদ !ছবি সহ