- আর সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি পর্বতে আমার নিকটে উঠিয়া আসিয়া এই স্থানে থাক, তাহাতে আমি দুইখানা প্রস্তরফলক, এবং আমার লিখিত ব্যবস্থা ও আজ্ঞা তোমাকে দিব, যেন তুমি লোকদিগকে শিক্ষা দিতে পার।
আজকের জন্য বাইবেল পদ
হে সদাপ্রভুর অপেক্ষাকারী সকলে, সাহস কর,তোমাদের অন্তঃকরণ সবল হউক।