আর সেই স্থানে এক জাঙ্গাল ও রাজপথ হইবে;
তাহা পবিত্রতার পথ বলিয়া আখ্যাত হইবে;
তাহা দিয়া কোন অশুচি লোক যাতায়াত করিবে না,
কিন্তু তাহা উহাদের জন্য হইবে;
সেই পথে পথিকগণ, অজ্ঞানেরাও পরিভ্রমণ করিবে না।
তাহা পবিত্রতার পথ বলিয়া আখ্যাত হইবে;
তাহা দিয়া কোন অশুচি লোক যাতায়াত করিবে না,
কিন্তু তাহা উহাদের জন্য হইবে;
সেই পথে পথিকগণ, অজ্ঞানেরাও পরিভ্রমণ করিবে না।

আজকের জন্য বাইবেল পদ
কেননা যে কেহ আপন প্রাণ রক্ষা করিতে ইচ্ছা করে, সে তাহা হারাইবে, আর যে কেহ আমার নিমিত্তে আপন প্রাণ হারায়, সে তাহা পাইবে।র্যানড্ম বাইবেল পদ
যে অধর্ম আচ্ছাদন করে, সে প্রেমের অন্বেষণ করে;কিন্তু যে পুনঃ পুনঃ এক কথা বলে, সে মিত্রভেদ জন্মায়।পরবর্তী পদ !ছবি সহ