আর সেই স্থানে এক জাঙ্গাল ও রাজপথ হইবে;
তাহা পবিত্রতার পথ বলিয়া আখ্যাত হইবে;
তাহা দিয়া কোন অশুচি লোক যাতায়াত করিবে না,
কিন্তু তাহা উহাদের জন্য হইবে;
সেই পথে পথিকগণ, অজ্ঞানেরাও পরিভ্রমণ করিবে না।
তাহা পবিত্রতার পথ বলিয়া আখ্যাত হইবে;
তাহা দিয়া কোন অশুচি লোক যাতায়াত করিবে না,
কিন্তু তাহা উহাদের জন্য হইবে;
সেই পথে পথিকগণ, অজ্ঞানেরাও পরিভ্রমণ করিবে না।

আজকের জন্য বাইবেল পদ
দেখ, সদাপ্রভুর দৃষ্টি তাহাদের উপরে,যাহারা তাঁহাকে ভয় করে,
যাহারা তাঁহার দয়ার প্রতীক্ষা করে।
র্যানড্ম বাইবেল পদ
আমি শান্তিতে শয়ন করিব, নিদ্রাও যাইব;কেননা, হে সদাপ্রভু, তুমিই একাকী
আমাকে নির্ভয়ে বাস করিতে দিতেছ।পরবর্তী পদ !ছবি সহ





