- আর সেই স্থানে এক জাঙ্গাল ও রাজপথ হইবে;
তাহা পবিত্রতার পথ বলিয়া আখ্যাত হইবে;
তাহা দিয়া কোন অশুচি লোক যাতায়াত করিবে না,
কিন্তু তাহা উহাদের জন্য হইবে;
সেই পথে পথিকগণ, অজ্ঞানেরাও পরিভ্রমণ করিবে না।
আজকের জন্য বাইবেল পদ
সদাপ্রভু আমার সপক্ষ, আমি ভয় করিব না;মনুষ্য আমার কি করিতে পারে?





