
- দয়া, শান্তি ও প্রেম প্রচুররূপে তোমাদের প্রতি বর্তুক।
- কিন্তু, প্রিয়তমেরা, তোমরা আপনাদের পরম পবিত্র বিশ্বাসের উপরে আপনাদিগকে গাঁথিয়া তুলিতে তুলিতে, পবিত্র আত্মাতে প্রার্থনা করিতে করিতে, ঈশ্বরের প্রেমে আপনাদিগকে রক্ষা কর, এবং অনন্ত জীবনের জন্য আমাদের প্রভু যীশু খ্রীষ্টের দয়ার অপেক্ষায় থাক।
আজকের জন্য বাইবেল পদ
অতএব আমরা সাহসপূর্বক বলিতে পারি,‘‘প্রভু আমার সহায়, আমি ভয় করিব না;
মনুষ্য আমার কি করিবে?”