- দেখ, তিনি ‘‘মেঘ সহকারে আসিতেছেন,” আর প্রত্যেক চক্ষু তাঁহাকে দেখিবে, এবং ‘‘যাহারা তাঁহাকে বিদ্ধ করিয়াছিল, তাহারাও দেখিবে;” আর পৃথিবীর ‘‘সমস্ত বংশ তাঁহার জন্য বিলাপ” করিবে। হাঁ, আমেন।
- আমি আল্ফা এবং ওমিগা, আদি এবং অন্ত, ইহা প্রভু ঈশ্বর কহিতেছেন, যিনি আছেন ও যিনি ছিলেন, ও যিনি আসিতেছেন, যিনি সর্বশক্তিমান।
আজকের জন্য বাইবেল পদ
ঈশ্বরের প্রত্যেক বাক্য পরীক্ষাসিদ্ধ;তিনি আপনার শরণাপন্ন লোকদের ঢালস্বরূপ।
র্যানড্ম বাইবেল পদ
হে সদাপ্রভুর অপেক্ষাকারী সকলে, সাহস কর,তোমাদের অন্তঃকরণ সবল হউক।পরবর্তী পদ !ছবি সহ