- তুমি কি করিয়াছ? যীশু উত্তর করিলেন, আমার রাজ্য এ জগতের নয়; যদি আমার রাজ্য এ জগতের হইত, তবে আমার অনুচরেরা প্রাণপণ করিত, যেন আমি যিহূদীদের হস্তে সমর্পিত না হই; কিন্তু আমার রাজ্য ত এখানকার নয়।
আজকের জন্য বাইবেল পদ
সদাপ্রভুর ভয় প্রজ্ঞার আরম্ভ;যে কেহ তদনুযায়ী কর্ম করে, সে সদ্বুদ্ধি পায়;
তাঁহার প্রশংসা নিত্যস্থায়ী।





