তুমি কি করিয়াছ? যীশু উত্তর করিলেন, আমার রাজ্য এ জগতের নয়; যদি আমার রাজ্য এ জগতের হইত, তবে আমার অনুচরেরা প্রাণপণ করিত, যেন আমি যিহূদীদের হস্তে সমর্পিত না হই; কিন্তু আমার রাজ্য ত এখানকার নয়।

আজকের জন্য বাইবেল পদ
বৎস, তোমার চিত্ত যদি জ্ঞানশালী হয়,তবে আমারও চিত্ত আনন্দিত হইবে।





