কেননা ধার্মিকগণের প্রতি প্রভুর চক্ষু আছে;
তাহাদের বিনতির প্রতি তাঁহার কর্ণ আছে;
কিন্তু প্রভুর মুখ দুরাচারদের প্রতিকূল।
তাহাদের বিনতির প্রতি তাঁহার কর্ণ আছে;
কিন্তু প্রভুর মুখ দুরাচারদের প্রতিকূল।
আজকের জন্য বাইবেল পদ
যে ক্রোধে ধীর, সে বীর হইতেও উত্তম,নিজ আত্মার শাসনকারী নগর-জয়কারী হইতেও শ্রেষ্ঠ।