দেখ, পিতা আমাদিগকে কেমন প্রেম প্রদান করিয়াছেন যে, আমরা ঈশ্বরের সন্তান বলিয়া আখ্যাত হই; আর আমরা তাহাই বটে। এই জন্য জগৎ আমাদিগকে জানে না, কারণ সে তাঁহাকে জানে নাই।

আজকের জন্য বাইবেল পদ
সদাপ্রভুর উদ্দেশে সঙ্গীত কর;কেননা তিনি মহিমার কর্ম করিয়াছেন;
তাহা সমস্ত পৃথিবীর জ্ঞানগোচর হউক।





