বস্তুতঃ ঈশ্বর খ্রীষ্টে আপনার সহিত জগতের সম্মিলন করাইয়া দিতেছিলেন, তাহাদের অপরাধ সকল তাহাদের বলিয়া গণনা করিলেন না; এবং সেই সম্মিলনের বার্তা আমাদিগকে সমর্পণ করিয়াছেন।

আজকের জন্য বাইবেল পদ
সদাপ্রভু সেই সকলেরই নিকটবর্তী,যাহারা তাঁহাকে ডাকে,
যাহারা সত্যে তাঁহাকে ডাকে।