
হে ঈশ্বর, তোমার দয়ানুসারে আমার প্রতি কৃপা কর;
তোমার করুণার বাহুল্য অনুসারে
আমার অধর্ম সকল মার্জনা কর।
আমার অপরাধ হইতে আমাকে নিঃশেষে ধৌত কর,
আমার পাপ হইতে আমাকে শুচি কর।
তোমার করুণার বাহুল্য অনুসারে
আমার অধর্ম সকল মার্জনা কর।
আমার অপরাধ হইতে আমাকে নিঃশেষে ধৌত কর,
আমার পাপ হইতে আমাকে শুচি কর।
আজকের জন্য বাইবেল পদ
হে প্রভু, আমার সমস্ত কামনা তোমার সম্মুখে,আমার কাতরোক্তি তোমা হইতে গুপ্ত নয়।