বুধবার, 30 মার্চ, 2016
রবিবার, 27 মার্চ, 2016
সেই দূত স্ত্রীলোক কয়জনকে কহিলেন, তোমরা ভয় করিও না, কেননা আমি জানি যে, তোমরা ক্রুশে হত যীশুর অন্বেষণ করিতেছ। তিনি এখানে নাই; কেননা তিনি উঠিয়াছেন, যেমন বলিয়াছিলেন; আইস, প্রভু যেখানে শুইয়াছিলেন, সেই স্থান দেখ।শনিবার, 26 মার্চ, 2016
শুক্রবার, 25 মার্চ, 2016
সিরকা গ্রহণ করিবার পর যীশু কহিলেন, ‘সমাপ্ত হইল’; পরে মস্তক নত করিয়া আত্মা সমর্পণ করিলেন।বুধবার, 23 মার্চ, 2016
অবশেষে বলি, তোমরা সকলে সমমনা, পরদুঃখে দুঃখিত, ভ্রাতৃপ্রেমিক, স্নেহবান ও নম্রমনা হও।মঙ্গলবার, 22 মার্চ, 2016
রবিবার, 20 মার্চ, 2016
শনিবার, 19 মার্চ, 2016
শুক্রবার, 18 মার্চ, 2016
বৃহষ্পতিবার, 17 মার্চ, 2016
সদাপ্রভুর ও তাঁহার শক্তির অনুসন্ধান কর,নিয়ত তাঁহার শ্রীমুখের অন্বেষণ কর।
বুধবার, 16 মার্চ, 2016
আর বাক্যে কি কার্যে যাহা কিছু কর, সকলই প্রভু যীশুর নামে কর, তাঁহার দ্বারা পিতা ঈশ্বরের ধন্যবাদ করিতে করিতে ইহা কর।মঙ্গলবার, 15 মার্চ, 2016
হে আমার প্রাণ, কেন অবসন্ন হও?আমার অন্তরে কেন ক্ষুব্ধ হও?
ঈশ্বরের অপেক্ষা কর;
কেননা আমি আবার তাঁহার স্তব করিব;
তিনি আমার মুখের পরিত্রাণ ও আমার ঈশ্বর।
সোমবার, 14 মার্চ, 2016
যদি তোমাদের কাহারও জ্ঞানের অভাব হয়, তবে সে ঈশ্বরের কাছে যাচ্ঞা করুক; তিনি সকলকে অকাতরে দিয়া থাকেন, তিরস্কার করেন না; তাহাকে দত্ত হইবে।রবিবার, 13 মার্চ, 2016
তিনি তাঁহাদিগকে বলিলেন, তোমাদের বিশ্বাস অল্প বলিয়া; কেননা আমি তোমাদিগকে সত্য কহিতেছি, যদি তোমাদের একটি সরিষা-দানার ন্যায় বিশ্বাস থাকে, তবে তোমরা এই পর্বতকে বলিবে, ‘এখান হইতে ঐখানে সরিয়া যাও।’শনিবার, 12 মার্চ, 2016
হে আমার প্রাণ, সদাপ্রভুর ধন্যবাদ কর;হে আমার অন্তরস্থ সকল,
তাঁহার পবিত্র নামের ধন্যবাদ কর।
শুক্রবার, 11 মার্চ, 2016
কেহ আপনাকে বঞ্চনা না করুক। তোমাদের মধ্যে কোন ব্যক্তি যদি আপনাকে এই যুগে জ্ঞানবান বলিয়া মনে করে, তবে সে জ্ঞানবান হইবার জন্য মূর্খ হউক।বৃহষ্পতিবার, 10 মার্চ, 2016
যদি সদাপ্রভুর সেবা করা তোমাদের মন্দ বোধ হয়, তবে যাহার সেবা করিবে, তাহাকে অদ্য মনোনীত কর; নদীর ওপারস্থ তোমাদের পিতৃপুরুষদের সেবিত দেবগণ হয় হউক, কিম্বা যাহাদের দেশে তোমরা বাস করিতেছ সেই ইমোরীয়দের দেবগণ হয় হউক; কিন্তু আমি ও আমার পরিজন আমরা সদাপ্রভুর সেবা করিব।বুধবার, 9 মার্চ, 2016
ঈশ্বরের প্রত্যেক বাক্য পরীক্ষাসিদ্ধ;তিনি আপনার শরণাপন্ন লোকদের ঢালস্বরূপ।
মঙ্গলবার, 8 মার্চ, 2016
ঈশ্বর-নিশ্বসিত প্রত্যেক শাস্ত্রলিপি আবার শিক্ষার, অনুযোগের, সংশোধনের, ধার্মিকতা সম্বন্ধীয় শাসনের নিমিত্ত উপকারী, যেন ঈশ্বরের লোক পরিপক্ব, সমস্ত সৎকর্মের জন্য সুসজ্জিভূত হয়।সোমবার, 7 মার্চ, 2016
আর প্রভু তোমাদের হৃদয়কে ঈশ্বরের প্রেমের পথে ও খ্রীষ্টের ধৈর্যের পথে চালাউন।শনিবার, 5 মার্চ, 2016
আর কেশবিন্যাস ও স্বর্ণাভরণ কিম্বা বস্ত্র পরিধানরূপ বাহ্য ভূষণ, তাহা নয়, কিন্তু হৃদয়ের গুপ্ত মনুষ্য, মৃদু ও প্রশান্ত আত্মার অক্ষয় শোভা, তাহাদের ভূষণ হউক; তাহাই ঈশ্বরের দৃষ্টিতে বহুমূল্য।শুক্রবার, 4 মার্চ, 2016
সদাপ্রভু তোমাদের পক্ষ হইয়া যুদ্ধ করিবেন, তোমরা নীরব থাকিবে।বৃহষ্পতিবার, 3 মার্চ, 2016
শ্বাসবিশিষ্ট সকলেই সদাপ্রভুর প্রশংসা করুক।তোমরা সদাপ্রভুর প্রশংসা কর।