শনিবার, 30 এপ্রিল, 2016
আমি সর্বসময়ে সদাপ্রভুর ধন্যবাদ করিব;তাঁহার প্রশংসা নিরন্তর আমার মুখে থাকিবে।
বৃহষ্পতিবার, 28 এপ্রিল, 2016
আর সমস্ত অনুগ্রহের ঈশ্বর, যিনি তোমাদিগকে খ্রীষ্টে আপনার অনন্ত প্রতাপ প্রদানার্থে আহ্বান করিয়াছেন, তিনি নিজে তোমাদের ক্ষণিক দুঃখভোগের পর তোমাদিগকে পরিপক্ব, সুস্থির, সবল, বদ্ধমূল করিবেন।বুধবার, 27 এপ্রিল, 2016
মঙ্গলবার, 26 এপ্রিল, 2016
যাহা কিছু কর, প্রাণের সহিত কার্য কর, মনুষ্যের কর্ম নয়, কিন্তু প্রভুরই কর্ম বলিয়া কর; কেননা তোমরা জান, প্রভু হইতে তোমরা দায়াধিকাররূপ প্রতিদান পাইবে।সোমবার, 25 এপ্রিল, 2016
হে ব্যভিচারিণীগণ, তোমরা কি জান না যে, জগতের মিত্রতা ঈশ্বরের সহিত শত্রুতা? সুতরাং যে কেহ জগতের মিত্র হইতে বাসনা করে, সে আপনাকে ঈশ্বরের শত্রু করিয়া তুলে।রবিবার, 24 এপ্রিল, 2016
শনিবার, 23 এপ্রিল, 2016
আর জগৎ ও তাহার অভিলাষ বহিয়া যাইতেছে; কিন্তু যে ব্যক্তি ঈশ্বরের ইচ্ছা পালন করে, সে অনন্তকালস্থায়ী।শুক্রবার, 22 এপ্রিল, 2016
বৃহষ্পতিবার, 21 এপ্রিল, 2016
বুধবার, 20 এপ্রিল, 2016
মঙ্গলবার, 19 এপ্রিল, 2016
সোমবার, 18 এপ্রিল, 2016
তুমি সদাপ্রভুতে আপনার ভার অর্পণ কর;তিনিই তোমাকে ধরিয়া রাখিবেন,
কখনও ধার্মিককে বিচলিত হইতে দিবেন না।
রবিবার, 17 এপ্রিল, 2016
শনিবার, 16 এপ্রিল, 2016
আর তোমরা যখন উপবাস কর, তখন কপটীদের ন্যায় বিষণ্ন-বদন হইও না; কেননা তাহারা লোককে উপবাস দেখাইবার নিমিত্ত আপনাদের মুখ মলিন করে; আমি তোমাদিগকে সত্য বলিতেছি, তাহারা আপনাদের পুরস্কার পাইয়াছে।শুক্রবার, 15 এপ্রিল, 2016
বৃহষ্পতিবার, 14 এপ্রিল, 2016
প্রিয়তমেরা, এখন আমরা ঈশ্বরের সন্তান; এবং কি হইব, তাহা এই পর্যন্ত প্রকাশিত হয় নাই। আমরা জানি, তিনি যখন প্রকাশিত হইবেন, তখন আমরা তাঁহার সমরূপ হইব; কারণ তিনি যেমন আছেন, তাঁহাকে তেমনি দেখিতে পাইব। আর তাঁহার উপরে এই প্রত্যাশা যে কাহারও আছে, সে আপনাকে বিশুদ্ধ করে, যেমন তিনি বিশুদ্ধ।বুধবার, 13 এপ্রিল, 2016
সোমবার, 11 এপ্রিল, 2016
রবিবার, 10 এপ্রিল, 2016
কিন্তু তোমরা গিয়া শিক্ষা কর, এই বচনের মর্ম কি, ‘‘আমি দয়াই চাই, বলিদান নয়”; কেননা আমি ধার্মিকদিগকে নয়, কিন্তু পাপীদিগকে ডাকিতে আসিয়াছি।শুক্রবার, 8 এপ্রিল, 2016
তোমরা প্রার্থনায় নিবিষ্ট থাক, ধন্যবাদ সহকারে এই বিষয়ে জাগিয়া থাক।বৃহষ্পতিবার, 7 এপ্রিল, 2016
এ পর্যন্ত তোমরা আমার নামে কিছু যাচ্ঞা কর নাই; যাচ্ঞা কর, তাহাতে পাইবে, যেন তোমাদের আনন্দ সম্পূর্ণ হয়।বুধবার, 6 এপ্রিল, 2016
সদাপ্রভুর ভয় প্রজ্ঞার শাসন,আর সম্মানের অগ্রে নম্রতা থাকে।
মঙ্গলবার, 5 এপ্রিল, 2016
সোমবার, 4 এপ্রিল, 2016
রবিবার, 3 এপ্রিল, 2016
মূর্খও নীরব থাকিলে জ্ঞানবান বলিয়া গণিত হয়;যে ওষ্ঠাধর বদ্ধ রাখে, সে বুদ্ধিমান বলিয়া গণিত।