আর তোমরা বিচার করিও না, তাহাতে বিচারিত হইবে না। আর দোষী করিও না, তাহাতে দোষীকৃত হইবে না। তোমরা ছাড়িয়া দিও, তাহাতে তোমাদেরও ছাড়িয়া দেওয়া যাইবে।


আজকের জন্য বাইবেল পদ
সদাপ্রভুর উদ্দেশে সঙ্গীত কর;কেননা তিনি মহিমার কর্ম করিয়াছেন;
তাহা সমস্ত পৃথিবীর জ্ঞানগোচর হউক।





