রবিবার, 28 ফেব্রুয়ারী, 2016
কিন্তু যত লোক তাঁহাকে গ্রহণ করিল, সেই সকলকে, যাহারা তাঁহার নামে বিশ্বাস করে তাহাদিগকে, তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন।শুক্রবার, 26 ফেব্রুয়ারী, 2016
কিন্তু, হে সদাপ্রভু, তুমিই আমার বেষ্টনকারী ঢাল,আমার গৌরব, ও আমার মস্তক উত্তোলনকারী।
বৃহষ্পতিবার, 25 ফেব্রুয়ারী, 2016
মঙ্গলবার, 23 ফেব্রুয়ারী, 2016
সোমবার, 22 ফেব্রুয়ারী, 2016
রবিবার, 21 ফেব্রুয়ারী, 2016
বৃহষ্পতিবার, 18 ফেব্রুয়ারী, 2016
বুধবার, 17 ফেব্রুয়ারী, 2016
আমি সদাপ্রভুর অন্বেষণ করিলাম,তিনি আমাকে উত্তর দিলেন,
আমার সকল আশঙ্কা হইতে উদ্ধার করিলেন।
মঙ্গলবার, 16 ফেব্রুয়ারী, 2016
অতএব জাগিয়া থাক, কেননা তোমাদের প্রভু কোন্ দিন আসিবেন, তাহা তোমরা জান না।সোমবার, 15 ফেব্রুয়ারী, 2016
যাহারা তাড়না করে, তাহাদিগকে আশীর্বাদ কর, আশীর্বাদ কর, শাপ দিও না।রবিবার, 14 ফেব্রুয়ারী, 2016
শনিবার, 13 ফেব্রুয়ারী, 2016
পরে ঈশ্বর আপনার প্রতিমূর্তিতে মনুষ্যকে সৃষ্টি করিলেন; ঈশ্বরের প্রতিমূর্তিতেই তাহাকে সৃষ্টি করিলেন, পুরুষ ও স্ত্রী করিয়া তাহাদিগকে সৃষ্টি করিলেন।শুক্রবার, 12 ফেব্রুয়ারী, 2016
এই জন্য আমি তোমাদিগকে বলি, যাহা কিছু তোমরা প্রার্থনা ও যাচ্ঞা কর, বিশ্বাস করিও যে, তাহা পাইয়াছ, তাহাতে তোমাদের জন্য তাহাই হইবে।বৃহষ্পতিবার, 11 ফেব্রুয়ারী, 2016
বুধবার, 10 ফেব্রুয়ারী, 2016
কিন্তু আমি বলি, তোমরা আত্মার বশে চল, তাহা হইলে মাংসের অভিলাষ পূর্ণ করিবে না।মঙ্গলবার, 9 ফেব্রুয়ারী, 2016
সোমবার, 8 ফেব্রুয়ারী, 2016
যে দ্বেষ ঢাকিয়া রাখে,তাহার ওষ্ঠাধর মিথ্যাবাদী;আর যে পরীবাদ রটায়, সে হীনবুদ্ধি।
রবিবার, 7 ফেব্রুয়ারী, 2016
হে ক্ষুদ্র মেষপাল, ভয় করিও না, কেননা তোমাদিগকে সেই রাজ্য দিতে তোমাদের পিতার হিতসংকল্প হইয়াছে।শনিবার, 6 ফেব্রুয়ারী, 2016
শুক্রবার, 5 ফেব্রুয়ারী, 2016
অহঙ্কারে কেবল বিবাদ উৎপন্ন হয়;কিন্তু যাহারা পরামর্শ মানে, প্রজ্ঞা তাহাদের সহবর্তী।
বৃহষ্পতিবার, 4 ফেব্রুয়ারী, 2016
ইহাতেই প্রেম আছে; আমরা যে ঈশ্বরকে প্রেম করিয়াছিলাম, তাহা নয়; কিন্তু তিনিই আমাদিগকে প্রেম করিলেন, এবং আপন পুত্রকে আমাদের পাপার্থক প্রায়শ্চিত্ত হইবার জন্য প্রেরণ করিলেন।বুধবার, 3 ফেব্রুয়ারী, 2016
বিশ্বাসের উত্তম যুদ্ধে প্রাণপণ কর; অনন্ত জীবন ধরিয়া রাখ; তাহারই নিমিত্ত তুমি আহূত হইয়াছ, এবং অনেক সাক্ষীর সাক্ষাতে সেই উত্তম প্রতিজ্ঞা স্বীকার করিয়াছ।মঙ্গলবার, 2 ফেব্রুয়ারী, 2016
আজকের জন্য বাইবেল পদ
মনোহর বাক্য মৌচাকের ন্যায়;তাহা প্রাণের পক্ষে মধুর, অস্থির পক্ষে স্বাস্থ্যকর।