DailyVerses.netবিষয়র‌্যানড্ম পদসাবস্ক্রাইব

আর্কাইভ (ফেব্রুয়ারী 2016)

সোমবার, 29 ফেব্রুয়ারী, 2016

গীত ৩২:৮আমি তোমাকে বুদ্ধি দিব, ও তোমার গন্তব্য পথ দেখাইব,
তোমার উপরে দৃষ্টি রাখিয়া তোমাকে পরামর্শ দিব।

রবিবার, 28 ফেব্রুয়ারী, 2016

কিন্তু যত লোক তাঁহাকে গ্রহণ করিল, সেই সকলকে, যাহারা তাঁহার নামে বিশ্বাস করে তাহাদিগকে, তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন।

শনিবার, 27 ফেব্রুয়ারী, 2016

মথি ২২:৩৭তিনি তাহাকে কহিলেন,
‘‘তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত মন দিয়া তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করিবে।”

শুক্রবার, 26 ফেব্রুয়ারী, 2016

কিন্তু, হে সদাপ্রভু, তুমিই আমার বেষ্টনকারী ঢাল,
আমার গৌরব, ও আমার মস্তক উত্তোলনকারী।

বৃহষ্পতিবার, 25 ফেব্রুয়ারী, 2016

ইব্রীয় ১১:১১বিশ্বাসে স্বয়ং সারাও বংশ উৎপাদনের শক্তি পাইলেন, যদিও তাঁহার অতিরিক্ত বয়স হইয়াছিল, কেননা তিনি প্রতিজ্ঞাকারীকে বিশ্বাস্য জ্ঞান করিয়াছিলেন।

বুধবার, 24 ফেব্রুয়ারী, 2016

হিতোপ ২০:৩বিবাদ হইতে নিবৃত্ত হওয়া মনুষ্যের গৌরব,
কিন্তু মূর্খমাত্রেই বিবাদ করিবে।

মঙ্গলবার, 23 ফেব্রুয়ারী, 2016

গীত ১১৯:১১১তোমার সাক্ষ্যকলাপ আমি চিরতরে অধিকার করিয়াছি,
কারণ সেই সকল আমার চিত্তের হর্ষজনক।

সোমবার, 22 ফেব্রুয়ারী, 2016

যেহেতু সকলই তাঁহা হইতে ও তাঁহার দ্বারা ও তাঁহার নিমিত্ত। যুগে যুগে তাঁহারই গৌরব হউক। আমেন।

রবিবার, 21 ফেব্রুয়ারী, 2016

আমি কি এখন মানুষকে লওয়াইতেছি না ঈশ্বরকে? অথবা আমি কি মানুষকে সন্তুষ্ট করিতে চেষ্টা করিতেছি? যদি এখনও মানুষকে সন্তুষ্ট করিতাম, তবে খ্রীষ্টের দাস হইতাম না।

শনিবার, 20 ফেব্রুয়ারী, 2016

হিতোপ ১১:২অহঙ্কার আসিলে অপমানও আইসে;
কিন্তু প্রজ্ঞাই নম্রদের সহচর।

শুক্রবার, 19 ফেব্রুয়ারী, 2016

যোহন ১৪:২আমার পিতার বাটীতে অনেক বাসস্থান আছে, যদি না থাকিত, তোমাদিগকে বলিতাম; কেননা আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করিতে যাইতেছি।

বৃহষ্পতিবার, 18 ফেব্রুয়ারী, 2016

ইব্রীয় ১০:২৩আইস, আমাদের প্রত্যাশার অঙ্গীকার দৃঢ় করিয়া ধরি, কেননা যিনি প্রতিজ্ঞা করিয়াছেন, তিনি বিশ্বস্ত।

বুধবার, 17 ফেব্রুয়ারী, 2016

আমি সদাপ্রভুর অন্বেষণ করিলাম,
তিনি আমাকে উত্তর দিলেন,
আমার সকল আশঙ্কা হইতে উদ্ধার করিলেন।

মঙ্গলবার, 16 ফেব্রুয়ারী, 2016

অতএব জাগিয়া থাক, কেননা তোমাদের প্রভু কোন্‌ দিন আসিবেন, তাহা তোমরা জান না।

সোমবার, 15 ফেব্রুয়ারী, 2016

যাহারা তাড়না করে, তাহাদিগকে আশীর্বাদ কর, আশীর্বাদ কর, শাপ দিও না।

রবিবার, 14 ফেব্রুয়ারী, 2016

আর ঈশ্বরের যে প্রেম আমাদের মধ্যে আছে, তাহা আমরা জানি ও বিশ্বাস করিয়াছি। ঈশ্বর প্রেম; আর প্রেমে যে থাকে, সে ঈশ্বরে থাকে এবং ঈশ্বর তাহাতে থাকেন।

শনিবার, 13 ফেব্রুয়ারী, 2016

পরে ঈশ্বর আপনার প্রতিমূর্তিতে মনুষ্যকে সৃষ্টি করিলেন; ঈশ্বরের প্রতিমূর্তিতেই তাহাকে সৃষ্টি করিলেন, পুরুষ ও স্ত্রী করিয়া তাহাদিগকে সৃষ্টি করিলেন।

শুক্রবার, 12 ফেব্রুয়ারী, 2016

এই জন্য আমি তোমাদিগকে বলি, যাহা কিছু তোমরা প্রার্থনা ও যাচ্ঞা কর, বিশ্বাস করিও যে, তাহা পাইয়াছ, তাহাতে তোমাদের জন্য তাহাই হইবে।

বৃহষ্পতিবার, 11 ফেব্রুয়ারী, 2016

ইয়োব ১৯:২৫কিন্তু আমি জানি, আমার মুক্তিকর্তা জীবিত;
তিনি শেষে ধূলির উপরে উঠিয়া দাঁড়াইবেন।

বুধবার, 10 ফেব্রুয়ারী, 2016

কিন্তু আমি বলি, তোমরা আত্মার বশে চল, তাহা হইলে মাংসের অভিলাষ পূর্ণ করিবে না।

মঙ্গলবার, 9 ফেব্রুয়ারী, 2016

যিহিষ্কেল ২০:১৯-২০আমিই তোমাদের ঈশ্বর সদাপ্রভু; আমারই বিধিপথে চল, ও আমারই শাসনকলাপ রক্ষা কর, পালন কর; আর আমার বিশ্রামদিন পবিত্র কর, তাহাই আমার ও তোমাদের মধ্যে চিহ্নস্বরূপ হইবে, যেন তোমরা জানিতে পার যে, আমিই তোমাদের ঈশ্বর সদাপ্রভু।

সোমবার, 8 ফেব্রুয়ারী, 2016

যে দ্বেষ ঢাকিয়া রাখে,তাহার ওষ্ঠাধর মিথ্যাবাদী;
আর যে পরীবাদ রটায়, সে হীনবুদ্ধি।

রবিবার, 7 ফেব্রুয়ারী, 2016

হে ক্ষুদ্র মেষপাল, ভয় করিও না, কেননা তোমাদিগকে সেই রাজ্য দিতে তোমাদের পিতার হিতসংকল্প হইয়াছে।

শনিবার, 6 ফেব্রুয়ারী, 2016

পরে ঈশ্বর কহিলেন, আমরা আমাদের প্রতিমূর্তিতে, আমাদের সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করি; আর তাহারা সমুদ্রের মৎস্যদের উপরে, আকাশের পক্ষীদের উপরে, পশুগণের উপরে, সমস্ত পৃথিবীর উপরে, ও ভূমিতে গমনশীল যাবতীয় সরীসৃপের উপরে কর্তৃত্ব করুক।

শুক্রবার, 5 ফেব্রুয়ারী, 2016

অহঙ্কারে কেবল বিবাদ উৎপন্ন হয়;
কিন্তু যাহারা পরামর্শ মানে, প্রজ্ঞা তাহাদের সহবর্তী।

বৃহষ্পতিবার, 4 ফেব্রুয়ারী, 2016

ইহাতেই প্রেম আছে; আমরা যে ঈশ্বরকে প্রেম করিয়াছিলাম, তাহা নয়; কিন্তু তিনিই আমাদিগকে প্রেম করিলেন, এবং আপন পুত্রকে আমাদের পাপার্থক প্রায়শ্চিত্ত হইবার জন্য প্রেরণ করিলেন।

বুধবার, 3 ফেব্রুয়ারী, 2016

বিশ্বাসের উত্তম যুদ্ধে প্রাণপণ কর; অনন্ত জীবন ধরিয়া রাখ; তাহারই নিমিত্ত তুমি আহূত হইয়াছ, এবং অনেক সাক্ষীর সাক্ষাতে সেই উত্তম প্রতিজ্ঞা স্বীকার করিয়াছ।

মঙ্গলবার, 2 ফেব্রুয়ারী, 2016

গীত ১৩:৫-৬কিন্তু আমি তোমার দয়াতে বিশ্বাস করিয়াছি;
আমার চিত্ত তোমার পরিত্রাণে উল্লসিত হইবে।
আমি সদাপ্রভুর উদ্দেশে গীত গাহিব,
কেননা তিনি আমার মঙ্গল করিয়াছেন।

সোমবার, 1 ফেব্রুয়ারী, 2016

মথি ১৬:২৫কেননা যে কেহ আপন প্রাণ রক্ষা করিতে ইচ্ছা করে, সে তাহা হারাইবে, আর যে কেহ আমার নিমিত্তে আপন প্রাণ হারায়, সে তাহা পাইবে।

আজকের জন্য বাইবেল পদ

যুবসিংহদের অনটন ও ক্ষুধায় ক্লেশ হয়,
কিন্তু যাহারা সদাপ্রভুর অন্বেষণ করে,
তাহাদের কোন মঙ্গলের অভাব হয় না।

দৈনিক বাইবেল পদ গ্রহণ করুন:

প্রতিদিনের নোটিফিকেশনইমেইলFacebookAndroid-appআপনার ওয়েবসাইটে

র‌্যানড্ম বাইবেল পদ

তোমার কার্যের ভার সদাপ্রভুতে অর্পণ কর,
তাহাতে তোমার সঙ্কল্প সকল সিদ্ধ হইবে।
পরবর্তী পদ !ছবি সহ

DailyVerses.net সমর্থন করুন

আমাকে ঈশ্বরের বাক্য আলাদা করতে সাহায্য করুন:
দান করুন