রবিবার, 31 জানুয়ারী, 2016
তোমরা পরস্পরের প্রতি একমনা হও, উচ্চ উচ্চ বিষয় ভাবিও না, কিন্তু অবনত বিষয় সকলের সহিত আকর্ষিত হও। আপনাদের জ্ঞানে বুদ্ধিমান হইও না।শনিবার, 30 জানুয়ারী, 2016
ক্রোধের দিনে ধন উপকার করে না;কিন্তু ধার্মিকতা মৃত্যু হইতে রক্ষা করে।
শুক্রবার, 29 জানুয়ারী, 2016
যে কেহ স্বীকার করিবে যে, যীশু ঈশ্বরের পুত্র, ঈশ্বর তাহাতে থাকেন এবং সেও ঈশ্বরে থাকে।বৃহষ্পতিবার, 28 জানুয়ারী, 2016
আর তাহারা প্রতিদিন একচিত্তে ধর্মধামে নিবিষ্ট থাকিয়া এবং বাটীতে রুটি ভাঙ্গিয়া উল্লাসে ও হৃদয়ের সরলতায় খাদ্য গ্রহণ করিত; তাহারা ঈশ্বরের প্রশংসা করিত, এবং সমস্ত লোকের প্রীতির পাত্র হইল। আর যাহারা পরিত্রাণ পাইতেছিল, প্রভু দিন দিন তাহাদিগকে তাহাদের সহিত সংযুক্ত করিতেন।বুধবার, 27 জানুয়ারী, 2016
মঙ্গলবার, 26 জানুয়ারী, 2016
যেহেতু সমস্ত ব্যবস্থা এই একটি বচনে পূর্ণ হইয়াছে, যথা, ‘‘তোমার প্রতিবাসীকে আপনার মত প্রেম করিবে।”সোমবার, 25 জানুয়ারী, 2016
কিন্তু ব্যভিচার নিবারণের জন্য প্রত্যেক পুরুষের নিজের নিজের ভার্যা থাকুক, এবং প্রত্যেক স্ত্রীর নিজের নিজের স্বামী থাকুক।রবিবার, 24 জানুয়ারী, 2016
শুক্রবার, 22 জানুয়ারী, 2016
বৃহষ্পতিবার, 21 জানুয়ারী, 2016
সদাপ্রভু, আমার প্রার্থনা শুন;আমার বিনতিতে কর্ণপাত কর;
তোমার বিশ্বস্ততায় ও তোমার ধর্মশীলতায় আমাকে উত্তর দেও।