রবিবার, 31 জানুয়ারী, 2016
তোমরা পরস্পরের প্রতি একমনা হও, উচ্চ উচ্চ বিষয় ভাবিও না, কিন্তু অবনত বিষয় সকলের সহিত আকর্ষিত হও। আপনাদের জ্ঞানে বুদ্ধিমান হইও না।শনিবার, 30 জানুয়ারী, 2016
ক্রোধের দিনে ধন উপকার করে না;কিন্তু ধার্মিকতা মৃত্যু হইতে রক্ষা করে।
শুক্রবার, 29 জানুয়ারী, 2016
যে কেহ স্বীকার করিবে যে, যীশু ঈশ্বরের পুত্র, ঈশ্বর তাহাতে থাকেন এবং সেও ঈশ্বরে থাকে।বৃহষ্পতিবার, 28 জানুয়ারী, 2016
আর তাহারা প্রতিদিন একচিত্তে ধর্মধামে নিবিষ্ট থাকিয়া এবং বাটীতে রুটি ভাঙ্গিয়া উল্লাসে ও হৃদয়ের সরলতায় খাদ্য গ্রহণ করিত; তাহারা ঈশ্বরের প্রশংসা করিত, এবং সমস্ত লোকের প্রীতির পাত্র হইল। আর যাহারা পরিত্রাণ পাইতেছিল, প্রভু দিন দিন তাহাদিগকে তাহাদের সহিত সংযুক্ত করিতেন।বুধবার, 27 জানুয়ারী, 2016
মঙ্গলবার, 26 জানুয়ারী, 2016
যেহেতু সমস্ত ব্যবস্থা এই একটি বচনে পূর্ণ হইয়াছে, যথা, ‘‘তোমার প্রতিবাসীকে আপনার মত প্রেম করিবে।”সোমবার, 25 জানুয়ারী, 2016
কিন্তু ব্যভিচার নিবারণের জন্য প্রত্যেক পুরুষের নিজের নিজের ভার্যা থাকুক, এবং প্রত্যেক স্ত্রীর নিজের নিজের স্বামী থাকুক।রবিবার, 24 জানুয়ারী, 2016
শুক্রবার, 22 জানুয়ারী, 2016
বৃহষ্পতিবার, 21 জানুয়ারী, 2016
সদাপ্রভু, আমার প্রার্থনা শুন;আমার বিনতিতে কর্ণপাত কর;
তোমার বিশ্বস্ততায় ও তোমার ধর্মশীলতায় আমাকে উত্তর দেও।
বুধবার, 20 জানুয়ারী, 2016
মঙ্গলবার, 19 জানুয়ারী, 2016
সোমবার, 18 জানুয়ারী, 2016
রবিবার, 17 জানুয়ারী, 2016
শনিবার, 16 জানুয়ারী, 2016
শুক্রবার, 15 জানুয়ারী, 2016
বুধবার, 13 জানুয়ারী, 2016
আর সেই জ্যোতি অন্ধকারের মধ্যে দীপ্তি দিতেছে, আর অন্ধকার তাহা গ্রহণ করিল না।মঙ্গলবার, 12 জানুয়ারী, 2016
কেননা তাঁহারা আপনাদের খড়্গ দ্বারা দেশ অধিকার করেন নাই,তাঁহাদের নিজ বাহু তাঁহাদিগকে নিস্তার করে নাই;
কিন্তু তব দক্ষিণ হস্ত,
তব বাহু ও তব মুখের প্রসন্নতা তাহা করিয়াছিল,
কারণ তাঁহাদের প্রতি তোমার অনুকম্পা ছিল।
সোমবার, 11 জানুয়ারী, 2016
আর যাহারা তোমাদের উপকার করে, যদি তাহাদের উপকার কর, তবে তোমরা কিরূপ সাধুবাদ পাইতে পার?রবিবার, 10 জানুয়ারী, 2016
কারণ ‘‘যে কেহ প্রভুর নামে ডাকে, সে পরিত্রাণ পাইবে।”শনিবার, 9 জানুয়ারী, 2016
শুক্রবার, 8 জানুয়ারী, 2016
নশ্বর ভক্ষ্যের নিমিত্ত শ্রম করিও না, কিন্তু সেই ভক্ষ্যের জন্য শ্রম কর, যাহা অনন্ত জীবন পর্যন্ত থাকে, যাহা মনুষ্যপুত্র তোমাদিগকে দিবেন, কেননা পিতা ঈশ্বর- তাঁহাকেই মুদ্রাঙ্কিত করিয়াছেন।মঙ্গলবার, 5 জানুয়ারী, 2016
কিন্তু প্রিয়তমেরা, তোমরা এই এক কথা ভুলিও না যে, প্রভুর কাছে এক দিন সহস্র বৎসরের সমান, এবং সহস্র বৎসর এক দিনের সমান।সোমবার, 4 জানুয়ারী, 2016
দয়া, শান্তি ও প্রেম প্রচুররূপে তোমাদের প্রতি বর্তুক।রবিবার, 3 জানুয়ারী, 2016
শনিবার, 2 জানুয়ারী, 2016
শুক্রবার, 1 জানুয়ারী, 2016
ফলতঃ আপন মাংসের উদ্দেশে যে বুনে, সে মাংস হইতে ক্ষয়রূপ শস্য পাইবে; কিন্তু আত্মার উদ্দেশে যে বুনে, সে আত্মা হইতে অনন্ত-জীবনরূপ শস্য পাইবে।আজকের জন্য বাইবেল পদ
তিনিই ঈশ্বর, তাঁহার পথ সিদ্ধ;সদাপ্রভুর বাক্য পরীক্ষাসিদ্ধ;
তিনি নিজ শরণাগত সকলের ঢাল।