বৃহষ্পতিবার, 31 ডিসেম্বর, 2015
বুধবার, 30 ডিসেম্বর, 2015
যীশু তাহাকে বলিলেন, আমিই পথ ও সত্য ও জীবন; আমা দিয়া না আসিলে কেহ পিতার নিকটে আইসে না।মঙ্গলবার, 29 ডিসেম্বর, 2015
পীড়িতদিগকে সুস্থ করিও, মৃতদিগকে উত্থাপন করিও, কুষ্ঠীদিগকে শুচি করিও, ভূতদিগকে ছাড়াইও; তোমরা বিনামূল্যে পাইয়াছ, বিনামূল্যেই দান করিও।সোমবার, 28 ডিসেম্বর, 2015
লাবণ্য মিথ্যা, সৌন্দর্য অসার,কিন্তু যে স্ত্রী সদাপ্রভুকে ভয় করেন,
তিনিই প্রশংসনীয়া।
রবিবার, 27 ডিসেম্বর, 2015
সদাপ্রভুর বিবিধ দয়ার গুণে আমরা নষ্ট হই নাই;কেননা তাঁহার বিবিধ করুণা শেষ হয় নাই।
নূতন নূতন করুণা প্রতি প্রভাতে! তোমার বিশ্বস্ততা মহৎ।
শুক্রবার, 25 ডিসেম্বর, 2015
বুধবার, 23 ডিসেম্বর, 2015
কারণ একটি বালক আমাদের জন্য জন্মিয়াছেন,একটি পুত্র আমাদিগকে দত্ত হইয়াছে;
আর তাঁহারই স্কন্ধের উপরে কর্তৃত্বভার থাকিবে,
এবং তাঁহার নাম হইবে- ‘আশ্চর্য মন্ত্রী, বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা, শান্তিরাজ’।
সোমবার, 21 ডিসেম্বর, 2015
রবিবার, 20 ডিসেম্বর, 2015
আমার প্রজারা, যাহাদের উপরে আমার নাম কীর্তিত হইয়াছে, তাহারা যদি নম্র হইয়া প্রার্থনা করে ও আমার মুখের অন্বেষণ করে, এবং তাহাদের কুপথ হইতে ফিরে, তবে আমি স্বর্গ হইতে তাহা শুনিব, তাহাদের পাপ ক্ষমা করিব ও তাহাদের দেশ আরোগ্য করিব।শনিবার, 19 ডিসেম্বর, 2015
শুক্রবার, 18 ডিসেম্বর, 2015
বৃহষ্পতিবার, 17 ডিসেম্বর, 2015
আমি সদাপ্রভুতে অতিশয় আনন্দ করিব, আমার প্রাণ আমার ঈশ্বরের উল্লাস করিবে; কেননা বর যেমন যাজকীয় সজ্জার ন্যায় শিরোভূষণ পরে, কন্যা যেমন আপন রত্নরাজি দ্বারা আপনাকে অলঙ্কৃতা করে, তেমনি তিনি আমাকে পরিত্রাণ-বস্ত্র পরাইয়াছেন, ধার্মিকতা-পরিচ্ছদে পরিচ্ছন্ন করিয়াছেন।বুধবার, 16 ডিসেম্বর, 2015
অতএব বিশ্বাস হেতু ধার্মিক গণিত হওয়াতে আমাদের প্রভু যীশু খ্রীষ্ট দ্বারা আমরা ঈশ্বরের উদ্দেশে সন্ধি লাভ করিয়াছি।মঙ্গলবার, 15 ডিসেম্বর, 2015
রবিবার, 13 ডিসেম্বর, 2015
শনিবার, 12 ডিসেম্বর, 2015
বুধবার, 9 ডিসেম্বর, 2015
মঙ্গলবার, 8 ডিসেম্বর, 2015
ইহাতে আমরা জানি যে, আমরা তাঁহাতে থাকি, এবং তিনি আমাদের মধ্যে থাকেন, কারণ তিনি আপন আত্মা আমাদিগকে দান করিয়াছেন।সোমবার, 7 ডিসেম্বর, 2015
রবিবার, 6 ডিসেম্বর, 2015
জ্ঞানবানের মুখনির্গত বাক্য অনুগ্রহজনক, কিন্তু হীনবুদ্ধির নিজ ওষ্ঠ তাহাকে গ্রাস করে।শনিবার, 5 ডিসেম্বর, 2015
কিন্তু সকল বিষয়ের পরিণাম সন্নিকট; অতএব সংযমশীল হও, এবং প্রার্থনার নিমিত্ত প্রবুদ্ধ থাক।শুক্রবার, 4 ডিসেম্বর, 2015
মঙ্গলবার, 1 ডিসেম্বর, 2015
আজকের জন্য বাইবেল পদ
দীনহীন ও পিতৃহীন লোকদের বিচার কর;দুঃখী ও অকিঞ্চনদের প্রতি ন্যায় ব্যবহার কর।