সদাপ্রভুর বিবিধ দয়ার গুণে আমরা নষ্ট হই নাই;
কেননা তাঁহার বিবিধ করুণা শেষ হয় নাই।
নূতন নূতন করুণা প্রতি প্রভাতে! তোমার বিশ্বস্ততা মহৎ।
কেননা তাঁহার বিবিধ করুণা শেষ হয় নাই।
নূতন নূতন করুণা প্রতি প্রভাতে! তোমার বিশ্বস্ততা মহৎ।

আজকের জন্য বাইবেল পদ
আমি সদাপ্রভুকে নিয়ত সম্মুখে রাখিয়াছি;তিনি ত আমার দক্ষিণে, আমি বিচলিত হইব না।