
কিন্তু তুমি যখন দান কর, তখন তোমার দক্ষিণ হস্ত কি করিতেছে, তাহা তোমার বাম হস্তকে জানিতে দিও না। এইরূপে তোমার দান যেন গোপনে হয়; তাহাতে তোমার পিতা, যিনি গোপনে দেখেন, তিনি তোমাকে ফল দিবেন।
আজকের জন্য বাইবেল পদ
বন্ধু সর্বসময়ে প্রেম করে,ভ্রাতা দুর্দশার জন্য জন্মে।