![গীত ২৩:৬](/images/bn/rovu/psalms-23-6.jpg)
কেবল মঙ্গল ও দয়াই আমার জীবনের সমুদয় দিন আমার অনুচর হইবে,
আর আমি সদাপ্রভুর গৃহে চিরদিন বসতি করিব।
আর আমি সদাপ্রভুর গৃহে চিরদিন বসতি করিব।
আজকের জন্য বাইবেল পদ
তোমরা ক্ষান্ত হও; জানিও, আমিই ঈশ্বর;আমি জাতিগণের মধ্যে উন্নত হইব,
আমি পৃথিবীতে উন্নত হইব।
র্যানড্ম বাইবেল পদ
আমার প্রাণ নীরবে ঈশ্বরের অপেক্ষা করিতেছে,তাঁহা হইতেই আমার পরিত্রাণ।পরবর্তী পদ !ছবি সহ