![দ্বিতীয় বিবরণ ৩২:৪](/images/bn/rovu/deuteronomy-32-4.jpg)
তিনি শৈল, তাঁহার কর্ম সিদ্ধ,
কেননা তাঁহার সমস্ত পথ ন্যায্য;
তিনি বিশ্বাস্য ঈশ্বর, তাঁহাতে অন্যায় নাই;
তিনিই ধর্মময় ও সরল।
কেননা তাঁহার সমস্ত পথ ন্যায্য;
তিনি বিশ্বাস্য ঈশ্বর, তাঁহাতে অন্যায় নাই;
তিনিই ধর্মময় ও সরল।
আজকের জন্য বাইবেল পদ
তোমরা ক্ষান্ত হও; জানিও, আমিই ঈশ্বর;আমি জাতিগণের মধ্যে উন্নত হইব,
আমি পৃথিবীতে উন্নত হইব।