কারণ ব্যবস্থাবিহীন অবস্থায় যত লোক পাপ করিয়াছে, ব্যবস্থাবিহীন অবস্থায় তাহাদের বিনাশও ঘটিবে; আর ব্যবস্থার অধীনে থাকিয়া যত লোক পাপ করিয়াছে, ব্যবস্থা দ্বারাই তাহাদের বিচার করা যাইবে।

আজকের জন্য বাইবেল পদ
সদাপ্রভুর ও তাঁহার শক্তির অনুসন্ধান কর,নিয়ত তাঁহার শ্রীমুখের অন্বেষণ কর।





