
ইহাতেই প্রেম আছে; আমরা যে ঈশ্বরকে প্রেম করিয়াছিলাম, তাহা নয়; কিন্তু তিনিই আমাদিগকে প্রেম করিলেন, এবং আপন পুত্রকে আমাদের পাপার্থক প্রায়শ্চিত্ত হইবার জন্য প্রেরণ করিলেন।
আজকের জন্য বাইবেল পদ
হে প্রভু, আমার সমস্ত কামনা তোমার সম্মুখে,আমার কাতরোক্তি তোমা হইতে গুপ্ত নয়।