
আমি তোমাদিগকে বলিতেছি, তদ্রূপ একজন পাপী মন ফিরাইলে স্বর্গে আনন্দ হইবে; যাহাদের মন ফিরান অনাবশ্যক, এমন নিরানব্বই জন ধার্মিকের বিষয়ে তত আনন্দ হইবে না।
আজকের জন্য বাইবেল পদ
সে উত্তর করিয়া কহিল,‘‘তুমি তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ,
তোমার সমস্ত শক্তি ও তোমার সমস্ত চিত্ত দিয়া
তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করিবে,
এবং তোমার প্রতিবাসীকে আপনার মত প্রেম করিবে।”
র্যানড্ম বাইবেল পদ
ঈশ্বর আমাদের পক্ষে আশ্রয় ও বল।তিনি সঙ্কটকালে অতি সুপ্রাপ্য সহায়।পরবর্তী পদ !ছবি সহ