তথাচ তিনি আমার অবলম্বিত পথ জানেন,
তিনি আমার পরীক্ষা করিলে আমি সুবর্ণের ন্যায় উত্তীর্ণ হইব।
আমার পদ তাঁহার পদচিহ্ন ধরিয়া চলিয়াছে,
তাঁহার পথে রহিয়াছি, বিপথগামী হই নাই।
তিনি আমার পরীক্ষা করিলে আমি সুবর্ণের ন্যায় উত্তীর্ণ হইব।
আমার পদ তাঁহার পদচিহ্ন ধরিয়া চলিয়াছে,
তাঁহার পথে রহিয়াছি, বিপথগামী হই নাই।
আজকের জন্য বাইবেল পদ
আমাদের ঈশ্বর সদাপ্রভু যেমন আমাদের পিতৃপুরুষদের সহবর্তী ছিলেন, তেমনি আমাদেরও সহবর্তী থাকুন, তিনি আমাদিগকে ত্যাগ না করুন, আমাদিগকে ছাড়িয়া না যাউন।র্যানড্ম বাইবেল পদ
যে ব্যক্তি সিদ্ধ আচরণ ও ধর্মকর্ম করে,এবং হৃদয়ে সত্য কহে।
যে পরীবাদ জিহ্বাগ্রে আনে না,
মিত্রের অপকার করে না,
আপন প্রতিবাসীর দুর্নাম করে না।পরবর্তী পদ !ছবি সহ