DailyVerses.netবিষয়র‌্যানড্ম পদসাবস্ক্রাইব

পরমগীত ৮

পরমগীত ৮:৬
  • তুমি আমাকে মোহরের ন্যায় তোমার হৃদয়ে,
    মোহরের ন্যায় তোমার বাহুতে রাখ;
    কেননা প্রেম মৃত্যুর ন্যায় বলবান;
    অন্তর্জ্বালা পাতালের ন্যায় নিষ্ঠুর;
    তাহার শিখা অগ্নির শিখা, তাহা সদাপ্রভুরই অগ্নি।