- অয়ি মম প্রিয়ে! তুমি সর্বাঙ্গসুন্দরী,
তোমাতে কোন দোষ নাই। - তুমি আমাকে মোহরের ন্যায় তোমার হৃদয়ে,
মোহরের ন্যায় তোমার বাহুতে রাখ;
কেননা প্রেম মৃত্যুর ন্যায় বলবান;
অন্তর্জ্বালা পাতালের ন্যায় নিষ্ঠুর;
তাহার শিখা অগ্নির শিখা, তাহা সদাপ্রভুরই অগ্নি।
আজকের জন্য বাইবেল পদ
দীনহীন ও পিতৃহীন লোকদের বিচার কর;দুঃখী ও অকিঞ্চনদের প্রতি ন্যায় ব্যবহার কর।