- যে জয় করে, সে তদ্রূপ শুক্ল বস্ত্র পরিহিত হইবে; এবং আমি তাহার নাম কোন ক্রমে জীবন-পুস্তক হইতে মুছিয়া ফেলিব না, কিন্তু আমার পিতার সাক্ষাতে ও তাঁহার দূতগণের সাক্ষাতে তাহার নাম স্বীকার করিব।
- আমি শীঘ্র আসিতেছি; তোমার যাহা আছে, তাহা দৃঢ়রূপে ধারণ কর, যেন কেহ তোমার মুকুট অপহরণ না করে।
- আমি যত লোককে ভালবাসি, সেই সকলকে অনুযোগ করি ও শাসন করি; অতএব উদ্যোগী হও, ও মন ফিরাও।
- দেখ, আমি দ্বারে দাঁড়াইয়া আছি, ও আঘাত করিতেছি; কেহ যদি আমার রব শুনে ও দ্বার খুলিয়া দেয়, তবে আমি তাহার কাছে প্রবেশ করিব, ও তাহার সহিত ভোজন করিব, এবং সেও আমার সহিত ভোজন করিবে।
- যে জয় করে, তাহাকে আমার সহিত আমার সিংহাসনে বসিতে দিব, যেমন আমি নিজে জয় করিয়াছি, এবং আমার পিতার সহিত তাঁহার সিংহাসনে বসিয়াছি।
আজকের জন্য বাইবেল পদ
আহা! পর্বতগণের উপরে তাহারই চরণ কেমন শোভা পাইতেছে,যে সুসমাচার প্রচার করে, শান্তি ঘোষণা করে,
মঙ্গলের সুসমাচার প্রচার করে,
পরিত্রাণ ঘোষণা করে, সিয়োনকে বলে,
তোমার ঈশ্বর রাজত্ব করেন।
র্যানড্ম বাইবেল পদ
দেখ, ইহা কেমন উত্তম ও কেমন মনোহর যে,ভ্রাতারা একসঙ্গে ঐক্যে বাস করে!পরবর্তী পদ !ছবি সহ