আর লোকে প্রদীপ জ্বালিয়া ঢাকনার নিচে রাখে না, কিন্তু দীপাধারের উপরেই রাখে, তাহাতে তাহা গৃহস্থিত সকল লোককে আলো দেয়। তদ্রূপ তোমাদের দীপ্তি মনুষ্যদের সাক্ষাতে উজ্জ্বল হউক্, যেন তাহারা তোমাদের সৎক্রিয়া দেখিয়া তোমাদের স্বর্গস্থ পিতার গৌরব করে। র্যানড্ম পদ সম্পর্কে ...
ব্যাখ্যা
প্রতিবার পৃষ্ঠাটি পুনরায় লোড করা হলে, বাইবেলের আরেকটি অনুপ্রেরণামূলক পদ দেখানো হয়। পৃষ্ঠাটি পুনরায় লোড করতে 'পরবর্তী পদ' বোতামে ক্লিক করুন!ঈশ্বরের ইচ্ছা খুঁজছেন?
আপনি একটি সংক্ষিপ্ত প্রার্থনায় ঈশ্বরের কাছে একটি প্রশ্ন জিজ্ঞাসা করার চেষ্টা করতে পারেন এবং 'পরবর্তী পদ' বোতামটি টিপুন। আপনি হয়তো তাঁর বাক্য থেকে উত্তর পেতে পারেন...তিনি তাঁহাদিগকে কহিলেন, বিস্ময়াপন্ন হইও না, তোমরা নাসরতীয় যীশুর অন্বেষণ করিতেছ, যিনি ক্রুশে হত হইয়াছেন; তিনি উঠিয়াছেন, এখানে নাই; দেখ, এই স্থানে তাঁহাকে রাখা গিয়াছিল।