তখন ইয়োব উঠিয়া আপন বস্ত্র ছিঁড়িলেন, মস্তক মুণ্ডন করিলেন ও ভূমিতে পড়িয়া প্রণিপাত করিলেন, আর কহিলেন, আমি মাতার গর্ভ হইতে উলঙ্গ আসিয়াছি, আর উলঙ্গ সেই স্থানে ফিরিয়া যাইব; সদাপ্রভু দিয়াছিলেন, সদাপ্রভুই লইয়াছেন; সদাপ্রভুর নাম ধন্য হউক। র্যানড্ম পদ সম্পর্কে ...
ব্যাখ্যা
প্রতিবার পৃষ্ঠাটি পুনরায় লোড করা হলে, বাইবেলের আরেকটি অনুপ্রেরণামূলক পদ দেখানো হয়। পৃষ্ঠাটি পুনরায় লোড করতে 'পরবর্তী পদ' বোতামে ক্লিক করুন!ঈশ্বরের ইচ্ছা খুঁজছেন?
আপনি একটি সংক্ষিপ্ত প্রার্থনায় ঈশ্বরের কাছে একটি প্রশ্ন জিজ্ঞাসা করার চেষ্টা করতে পারেন এবং 'পরবর্তী পদ' বোতামটি টিপুন। আপনি হয়তো তাঁর বাক্য থেকে উত্তর পেতে পারেন...একজন এক দিন হইতে অন্য দিন অধিক মান্য করে; আর একজন সকল দিনকেই সমানরূপে মান্য করে; প্রত্যেক ব্যক্তি আপন আপন মনে সুনিশ্চিত হউক।