কারণ তাহারা মিথ্যার সহিত ঈশ্বরের সত্য পরিবর্তন করিয়াছে, এবং সৃষ্ট বস্তুর পূজা ও আরাধনা করিয়াছে, কিন্তু সৃষ্টিকর্তাকে নয়, যিনি যুগে যুগে ধন্য। আমেন। এই জন্য ঈশ্বর তাহাদিগকে জঘন্য রিপুর বশে সমর্পণ করিয়াছেন; এমন কি তাহাদের স্ত্রীলোকেরা স্বাভাবিক ব্যবহারের পরিবর্তে স্বভাবের বিপরীত ব্যবহার করিয়াছে। আর পুরুষেরাও তদ্রূপ স্বাভাবিক স্ত্রীসঙ্গ ত্যাগ করিয়া পরস্পর কামানলে প্রজ্বলিত হইয়াছে, পুরুষ পুরুষে কুৎসিত ক্রিয়া সমপন্ন করিয়াছে, এবং প্রত্যেকে নিজেদের উপরে বিপথগমনের সমুচিত প্রতিফল পাইয়াছে। আর যেমন তাহারা ঈশ্বরকে আপনাদের জ্ঞানে ধারণ করিতে সম্মত হয় নাই, তেমনি ঈশ্বর তাহাদিগকে অনুচিত ক্রিয়া করিতে ভ্রষ্ট মতিতে সমর্পণ করিলেন।
র্যানড্ম পদ সম্পর্কে ...
ব্যাখ্যা
প্রতিবার পৃষ্ঠাটি পুনরায় লোড করা হলে, বাইবেলের আরেকটি অনুপ্রেরণামূলক পদ দেখানো হয়। পৃষ্ঠাটি পুনরায় লোড করতে 'পরবর্তী পদ' বোতামে ক্লিক করুন!ঈশ্বরের ইচ্ছা খুঁজছেন?
আপনি একটি সংক্ষিপ্ত প্রার্থনায় ঈশ্বরের কাছে একটি প্রশ্ন জিজ্ঞাসা করার চেষ্টা করতে পারেন এবং 'পরবর্তী পদ' বোতামটি টিপুন। আপনি হয়তো তাঁর বাক্য থেকে উত্তর পেতে পারেন...আজকের জন্য বাইবেল পদ
যে মুখ সাবধানে রাখে, সে প্রাণ রক্ষা করে;যে ওষ্ঠাধর খুলিয়া দেয়, তাহার সর্বনাশ হয়।