সদাপ্রভু ঈশ্বর আদম হইতে গৃহীত সেই পঞ্জরে একজন স্ত্রী নির্মাণ করিলেন ও তাঁহাকে আদমের নিকটে আনিলেন। তখন আদম কহিলেন, এইবার হইয়াছে; ইনি আমার অস্থির অস্থি ও মাংসের মাংস; ইঁহার নাম নারী হইবে, কেননা ইনি নর হইতে গৃহীত হইয়াছেন। এই কারণ মনুষ্য আপন পিতা মাতাকে ত্যাগ করিয়া আপন স্ত্রীতে আসক্ত হইবে, এবং তাহারা একাঙ্গ হইবে। র্যানড্ম পদ সম্পর্কে ...
ব্যাখ্যা
প্রতিবার পৃষ্ঠাটি পুনরায় লোড করা হলে, বাইবেলের আরেকটি অনুপ্রেরণামূলক পদ দেখানো হয়। পৃষ্ঠাটি পুনরায় লোড করতে 'পরবর্তী পদ' বোতামে ক্লিক করুন!ঈশ্বরের ইচ্ছা খুঁজছেন?
আপনি একটি সংক্ষিপ্ত প্রার্থনায় ঈশ্বরের কাছে একটি প্রশ্ন জিজ্ঞাসা করার চেষ্টা করতে পারেন এবং 'পরবর্তী পদ' বোতামটি টিপুন। আপনি হয়তো তাঁর বাক্য থেকে উত্তর পেতে পারেন...কিন্তু সেই সহায়, পবিত্র আত্মা, যাঁহাকে পিতা আমার নামে পাঠাইয়া দিবেন, তিনি সকল বিষয়ে তোমাদিগকে শিক্ষা দিবেন, এবং আমি তোমাদিগকে যাহা যাহা বলিয়াছি, সেই সকল স্মরণ করাইয়া দিবেন।