শক্তি সম্পর্কে র্যানড্ম পদ
সদাপ্রভু আমার বল ও আমার ঢাল;
আমার অন্তঃকরণ তাঁহার উপরে নির্ভর করিয়াছে,
তাই আমি সাহায্য পাইয়াছি;
এই জন্য আমার অন্তঃকরণ উল্লসিত হইয়াছে,
আমি নিজ গীত দ্বারা তাঁহার প্রশংসা করিব।
আমার অন্তঃকরণ তাঁহার উপরে নির্ভর করিয়াছে,
তাই আমি সাহায্য পাইয়াছি;
এই জন্য আমার অন্তঃকরণ উল্লসিত হইয়াছে,
আমি নিজ গীত দ্বারা তাঁহার প্রশংসা করিব।
র্যানড্ম পদ সম্পর্কে ...
ব্যাখ্যা
প্রতিবার পৃষ্ঠাটি পুনরায় লোড করা হলে, বাইবেলের আরেকটি অনুপ্রেরণামূলক পদ দেখানো হয়। পৃষ্ঠাটি পুনরায় লোড করতে 'পরবর্তী পদ' বোতামে ক্লিক করুন!ঈশ্বরের ইচ্ছা খুঁজছেন?
আপনি একটি সংক্ষিপ্ত প্রার্থনায় ঈশ্বরের কাছে একটি প্রশ্ন জিজ্ঞাসা করার চেষ্টা করতে পারেন এবং 'পরবর্তী পদ' বোতামটি টিপুন। আপনি হয়তো তাঁর বাক্য থেকে উত্তর পেতে পারেন...আজকের জন্য বাইবেল পদ
সে উত্তর করিয়া কহিল,‘‘তুমি তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ,
তোমার সমস্ত শক্তি ও তোমার সমস্ত চিত্ত দিয়া
তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করিবে,
এবং তোমার প্রতিবাসীকে আপনার মত প্রেম করিবে।”