- আপনাদের পরীক্ষা করিয়া দেখ, তোমরা বিশ্বাসে আছ কি না; প্রমাণার্থে আপনাদেরই পরীক্ষা কর। অথবা তোমরা কি আপনাদের সম্বন্ধে জান না যে, যীশু খ্রীষ্ট তোমাদের মধ্যে আছেন? অবশ্য যদি তোমরা অপ্রামাণিক না হও।
- অবশেষে বলি, হে ভ্রাতৃগণ, আনন্দ কর, পরিপক্ব হও, আশ্বাস গ্রহণ কর, একভাববিশিষ্ট হও, শান্তিতে থাক; তাহাতে প্রেমের ও শান্তির ঈশ্বর তোমাদের সঙ্গে সঙ্গে থাকিবেন।
- প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহ, ও ঈশ্বরের প্রেম, এবং পবিত্র আত্মার সহভাগিতা তোমাদের সকলের সহবর্তী হউক।
আজকের জন্য বাইবেল পদ
ধার্মিকতা জাতিকে উন্নত করে,কিন্তু পাপ লোকবৃন্দের কলঙ্ক স্বরূপ।
র্যানড্ম বাইবেল পদ
আমার প্রাণ নীরবে ঈশ্বরের অপেক্ষা করিতেছে,তাঁহা হইতেই আমার পরিত্রাণ।পরবর্তী পদ !ছবি সহ