তাঁহারা প্রার্থনা করিলে, যে স্থানে তাঁহারা সমবেত হইয়াছিলেন, সেই স্থান কাঁপিয়া উঠিল; এবং তাঁহারা সকলেই পবিত্র আত্মায় পরিপূর্ণ হইলেন ও সাহসপূর্বক ঈশ্বরের বাক্য বলিতে থাকিলেন।
আজকের জন্য বাইবেল পদ
সতর্ক লোক বিপদ দেখিয়া আপনাকে লুকায়;কিন্তু অবোধেরা অগ্রে যাইয়া দণ্ড পায়।
র্যানড্ম বাইবেল পদ
যুবক কেমন করিয়া নিজ পথ বিশুদ্ধ করিবে?তোমার বাক্যানুসারে সাবধান হইয়াই করিবে।পরবর্তী পদ !ছবি সহ