
কারণ ব্যবস্থাবিহীন অবস্থায় যত লোক পাপ করিয়াছে, ব্যবস্থাবিহীন অবস্থায় তাহাদের বিনাশও ঘটিবে; আর ব্যবস্থার অধীনে থাকিয়া যত লোক পাপ করিয়াছে, ব্যবস্থা দ্বারাই তাহাদের বিচার করা যাইবে।
আজকের জন্য বাইবেল পদ
বৎস, তুমি আপন পিতার আজ্ঞা পালন কর,তোমার মাতার শিক্ষা ত্যাগ করিও না।