
তথাপি আমি তোমাদিগকে সত্য বলিতেছি, আমার যাওয়া তোমাদের পক্ষে ভাল, কারণ আমি না গেলে, সেই সহায় তোমাদের নিকটে আসিবেন না; কিন্তু আমি যদি যাই, তবে তোমাদের নিকটে তাঁহাকে পাঠাইয়া দিব।
আজকের জন্য বাইবেল পদ
কাল সম্পূর্ণ হইল, ঈশ্বরের রাজ্য সন্নিকট হইল;তোমরা মন ফিরাও, ও সুসমাচারে বিশ্বাস কর।