- সদাপ্রভু অন্ধদের চক্ষু খুলিয়া দেন;
সদাপ্রভু অবনতদিগকে উত্থাপন করেন;
সদাপ্রভু ধার্মিকদিগকে প্রেম করেন। - সদাপ্রভু বিদেশীদের রক্ষাকারী;
তিনি পিতৃহীন ও বিধবাকে সুস্থির রাখেন,
কিন্তু দুষ্টগণের পথ বক্র করেন।
আজকের জন্য বাইবেল পদ
বলি, মর্ত্য কি যে, তুমি তাহাকে স্মরণ কর?মনুষ্য-সন্তান বা কি যে, তাহার তত্ত্বাবধান কর?