- কেননা তোমার ঈশ্বর সদাপ্রভু যেমন তোমার কাছে অঙ্গীকার করিয়াছেন, তেমনি তোমাকে আশীর্বাদ করিবেন; আর তুমি অনেক জাতিকে ঋণ দিবে, কিন্তু আপনি ঋণ লইবে না; এবং অনেক জাতির উপরে কর্তৃত্ব করিবে, কিন্তু তাহারা তোমার উপরে কর্তৃত্ব করিবে না।
আজকের জন্য বাইবেল পদ
বলি, মর্ত্য কি যে, তুমি তাহাকে স্মরণ কর?মনুষ্য-সন্তান বা কি যে, তাহার তত্ত্বাবধান কর?