- দ্বিতীয় বিবরণ ১
- দ্বিতীয় বিবরণ ২
- দ্বিতীয় বিবরণ ৩
- দ্বিতীয় বিবরণ ৪
- দ্বিতীয় বিবরণ ৫
- দ্বিতীয় বিবরণ ৬
- দ্বিতীয় বিবরণ ৭
- দ্বিতীয় বিবরণ ৮
- দ্বিতীয় বিবরণ ৯
- দ্বিতীয় বিবরণ ১০
- দ্বিতীয় বিবরণ ১১
- দ্বিতীয় বিবরণ ১২
- দ্বিতীয় বিবরণ ১৩
- দ্বিতীয় বিবরণ ১৪
- দ্বিতীয় বিবরণ ১৫
- দ্বিতীয় বিবরণ ১৬
- দ্বিতীয় বিবরণ ১৭
- দ্বিতীয় বিবরণ ১৮
- দ্বিতীয় বিবরণ ১৯
- দ্বিতীয় বিবরণ ২০
- দ্বিতীয় বিবরণ ২১
- দ্বিতীয় বিবরণ ২২
- দ্বিতীয় বিবরণ ২৩
- দ্বিতীয় বিবরণ ২৪
- দ্বিতীয় বিবরণ ২৫
- দ্বিতীয় বিবরণ ২৬
- দ্বিতীয় বিবরণ ২৭
- দ্বিতীয় বিবরণ ২৮
- দ্বিতীয় বিবরণ ২৯
- দ্বিতীয় বিবরণ ৩০
- দ্বিতীয় বিবরণ ৩১
- দ্বিতীয় বিবরণ ৩২
- দ্বিতীয় বিবরণ ৩৩
- দ্বিতীয় বিবরণ ৩৪
- আর এই যে সকল কথা আমি অদ্য তোমাকে আজ্ঞা করি, তাহা তোমার হৃদয়ে থাকুক। আর তোমরা প্রত্যেকে আপন আপন সন্তানগণকে এই সকল যত্নপূর্বক শিক্ষা দিবে, এবং গৃহে বসিবার কিম্বা পথে চলিবার সময়ে এবং শয়ন কিম্বা গাত্রোত্থান কালে ঐ সমস্ত বিষয়ে কথোপকথন করিবে।
- আর সদাপ্রভু আপনি তোমার অগ্রে অগ্রে যাইতেছেন; তিনিই তোমার সহবর্তী থাকিবেন; তিনি তোমাকে ছাড়িবেন না, তোমাকে ত্যাগ করিবেন না; ভয় করিও না, নিরাশ হইও না।
- তোমরা বলবান হও ও সাহস কর, ভয় করিও না, তাহাদের হইতে মহাভয়ে ভীত হইও না; কেননা তোমার ঈশ্বর সদাপ্রভু আপনি তোমার সহিত যাইতেছেন, তিনি তোমাকে ছাড়িবেন না, তোমাকে ত্যাগ করিবেন না।
- তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদিগকে যে যে পথে চলিবার আজ্ঞা দিলেন, সেই সমস্ত পথে চলিবে; যেন তোমরা বাঁচিতে পার ও তোমাদের মঙ্গল হয়, এবং যে দেশ তোমরা অধিকার করিবে, তথায় তোমাদের দীর্ঘ পরমায়ু হয়।
- আমি তোমাকে অদ্য যে সকল আজ্ঞা আদেশ করিতেছি, যত্নপূর্বক সেই সকল পালন করিবার জন্য যদি তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর রবে মনোযোগ সহকারে কর্ণপাত কর, তবে তোমার ঈশ্বর সদাপ্রভু পৃথিবীস্থ সমস্ত জাতির উপরে তোমাকে উন্নত করিবেন।
- অতএব তুমি জ্ঞাত হও, তোমার ঈশ্বর সদাপ্রভুই ঈশ্বর; তিনি বিশ্বসনীয় ঈশ্বর, যাহারা তাঁহাকে প্রেম করে ও তাঁহার আজ্ঞা পালন করে, তাহাদের পক্ষে সহস্র পুরুষ পর্যন্ত নিয়ম ও দয়া রক্ষা করেন।
- কিন্তু সেখানে থাকিয়া যদি তোমরা আপন ঈশ্বর সদাপ্রভুর অন্বেষণ কর, তবে তাঁহার উদ্দেশ পাইবে; সমস্ত হৃদয়ের সহিত ও সমস্ত প্রাণের সহিত তাঁহার অন্বেষণ করিলেই পাইবে।
- তোমরা আপনাদের ঈশ্বর সদাপ্রভুরই অনুগামী হও, তাঁহাকেই ভয় কর, তাঁহারই আজ্ঞা পালন কর, তাঁহারই রবে অবধান কর, তাঁহারই সেবা কর, ও তাঁহাতেই আসক্ত থাক।
- ফলতঃ আমি অদ্য তোমাকে এই আজ্ঞা দিতেছি যে, তোমার ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করিতে, তাঁহার পথে চলিতে এবং তাঁহার আজ্ঞা, তাঁহার বিধি ও তাঁহার শাসন পালন করিতে হইবে; তাহা করিলে তুমি বাঁচিবে ও বৃদ্ধি পাইবে; এবং যে দেশ অধিকার করিতে যাইতেছ, সেই দেশে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে আশীর্বাদ করিবেন।
- আহা, সর্বদা আমাকে ভয় করিতে ও আমার আজ্ঞা সকল পালন করিতে যদি উহাদের এইরূপ মন থাকে, তবে উহাদের ও উহাদের সন্তানদের চিরস্থায়ী মঙ্গল হইবে।