আর তোমার দক্ষিণ চক্ষু যদি তোমার বিঘ্ন জন্মায়, তবে তাহা উপড়াইয়া দূরে ফেলিয়া দেও; কেননা তোমার সমস্ত শরীর নরকে নিক্ষিপ্ত হওয়া অপেক্ষা বরং একটি অঙ্গের নাশ হওয়া তোমার পক্ষে ভাল।

আজকের জন্য বাইবেল পদ
হে সদাপ্রভু! মম বল!আমি তোমাতে অনুরক্ত।
সদাপ্রভু মম শৈল, মম দুর্গ,
ও মম রক্ষাকর্তা, মম ঈশ্বর,
মম দৃঢ় শৈল, আমি তাঁহার শরণাগত;
মম ঢাল, মম ত্রাণশৃঙ্গ, মম উচ্চদুর্গ।





