কিন্তু আমি তোমাদিগকে বলিতেছি, কোন দিব্যই করিও না; স্বর্গের দিব্য করিও না, কেননা তাহা ঈশ্বরের সিংহাসন; এবং পৃথিবীর দিব্য করিও না, কেননা তাহা তাঁহার পাদপীঠ; আর যিরূশালেমের দিব্য করিও না, কেননা তাহা মহান রাজার নগরী।
আজকের জন্য বাইবেল পদ
কেননা তোমার দয়া আকাশমণ্ডল পর্যন্ত মহৎ,তোমার সত্য মেঘ পর্যন্ত ব্যাপ্ত।