- কিন্তু লোকে যখন তোমাদিগকে সমর্পণ করিতে লইয়া যাইবে, তখন কি বলিবে, অগ্রে সেই জন্য ভাবিত হইও না; বরং সেই দণ্ডে যে কথা তোমাদিগকে দেওয়া যাইবে, তাহাই বলিও; কেননা তোমরাই যে কথা বলিবে, তাহা নয়, কিন্তু পবিত্র আত্মাই বলিবেন।
আজকের জন্য বাইবেল পদ
সদাপ্রভুর নাম দৃঢ় দুর্গ;ধার্মিক তাহারই মধ্যে পলাইয়া রক্ষা পায়।