- কিন্তু তোমরা যে আমার নাম ভয় করিয়া থাক, তোমাদের প্রতি ধার্মিকতা-সূর্য উদিত হইবেন, তাঁহার পক্ষপুট আরোগ্যদায়ক; এবং তোমরা বাহির হইয়া পালের গোবৎসদের ন্যায় নাচিবে।
আজকের জন্য বাইবেল পদ
কারণ সদাপ্রভু ব্যতীত আর ঈশ্বর কে আছে?আমাদের ঈশ্বর ব্যতীত আর শৈল কে আছে?