- তদ্রূপ বিশ্বাসও কর্মবিহীন হইলে আপনি একা বলিয়া তাহা মৃত।
- তুমি বিশ্বাস করিতেছ যে, ঈশ্বর এক, ভালই করিতেছ; ভূতেরাও তাহা বিশ্বাস করে এবং ভয়ে কাঁপে।
আজকের জন্য বাইবেল পদ
বলি, মর্ত্য কি যে, তুমি তাহাকে স্মরণ কর?মনুষ্য-সন্তান বা কি যে, তাহার তত্ত্বাবধান কর?